[১] করোনাভাইরাসের বিস্তার রোধে হিলি সীমান্তে বাড়তি সতর্কতা
এছাড়া ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্ক অবস্থায় আছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সদস্যদের সীমান্তে নিয়মিত টহল দিচ্ছেন। সীমান্তে বিজিবি পোস্টগুলোতে রাতে আলোর ব্যবস্থা বাড়ানো হয়েছে। জয়পুরহাট-২০ বিজিবির উপঅধিনায়ক মেজর মোহাম্মদ আবু নাঈম খন্দকার রাইজিংবিডিকে জানান, করোনাভাইরাস নিয়ে ভারত থেকে কেউ যেন অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে না পারে সেই জন্য সীমান্তে বিজিবি সদস্যদের বাড়তি সতর্কাবস্থায় রাখা হয়েছে। কুমিল্লা মুরাদনগরে খাবারের দোকান ও ধর্মীয় উপাসনালয়ে সর্তকতাজারি হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় মানিকগঞ্জে এক প্রবাসীকে জরিমানা দেশের মধ্যবিত্ত, নিম্নআয় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া যে হয়নি, তা চোখ বন্ধ করে বলা যায়? ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে রাতে টহলের ব্যবস্থা জোরদার করা হয়েছে।